Skip to content

শিরোনাম:কাল ক্ষয় কলমে:অর্বাচীন দত্ত তারিখ:25_08_23

বাড়ছে বয়স টুকটাক করে,
কাটছে সময় গাণিতিক হারে!
ভীরু পায়ে বসন্ত বাতাসে,
অবক্ষয়ে নব প্রজন্ম ভাসে!

হাওয়ায় হাওয়ায় কোভিড ছড়ায়,
লকডাউন উঠেছে পাড়ায় পাড়ায়!
নাগরিক বাতাসে ধর্ষিতার চিৎকারে!
মনুষ্যত্বের আলো নিভে ফুৎকারে!

গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্য টাকা!
ব্যাংক বীমা বেঁচে খাই মানুষ হয় ফাঁকা!
তাদেরই দোসর দের হাতে ছোট বড় ব্যবসা!
মধ্যবিত্তের হাতে থাকে বাজারী বে…শ্যা!

সরকারি কনট্রাকটারি দলীয় দাসের হাতে,
করে নেয় বাড়ি গাড়ি পার্টি হিস্যা দিতে দিতে!
শিক্ষা স্বাস্থ্য আজ ব্যবসার লক্ষ্য,
মানুষের অধিকার ভোগ করে যক্ষ!

রচনাকাল:3_4_23

মন্তব্য করুন