Skip to content

শিরোনাম:অপাংক্তেয় অবর্ণনীয় কলমে:অর্বাচীন দত্ত(নবীন) তারিখ:17_08_23

লেখাটি লিখতে এসেছিলাম,অসময়ে,
দাড়ি কমা বিহীন বন্ধ্যা সময়ে!
সাহিত্যের অঙ্গনে,কাব্য অনর্থ ভয়ে,
বেমালুম ভুলে হয়েছি ক্ষযে! 
কবিতা বিহনে,অসংখ্য কবি ময়
সংশয়ে,কবিতা,কবির ব্যথায়!
কাব্যিক ছন্দ বদ্ধ,পংক্তি র বেদনায়!
স্বাধীন,স্বাধীনচেতা মনের তাগিদে, স্ব দর্শন লয়ে!
আত্ম সত্তা,প্রকাশে জন মানুষে,ভয় সয়ে !
দেয়ালে কবির চোখে,দেখে নিজের অব্যক্ত কথায়!
সাহিত্য অনুরাগী সমাজে,নিজের আয়নায়!
কবিতায় পাঠক আত্ম প্রত্যয়ী,প্রকাশের তরে,
প্রতিযোগিতার ভিড়ে,এই কাব্যের বাজারে!
বিচারক যিনি,তিনিই মহান!
স্রষ্টার সৃষ্টিতে,তিনি ভগবান!
কোন সে সাহিত্যের সন্ধান স্বার্থে,কবিতার মাপ,
কে করে লেখার মান,নির্দিষ্ট পরিমাপ !
রচয়িতা কি চান,এই সম্মান!
নেই কবির হাত,বিষয় বস্তু নির্মাণ !
সে হাত দীর্ঘ এমন,সমবেত আসনে,
দৌর্ঘ,প্রস্থ,ব্যাস,ব্যাসার্ধ,মাত্রা,ছন্দ,তাল বুননে!
মুখে পড়ানো ঠুসি,গোগ্রাসে বসে আসনে,
তৃণভোজী,গো রচনা!উসখুস,হাঁসফাঁস বেতাল!
ভোট সম্মুখে,প্রচারে রাস্তার প্রলেপে,ধরে হাল!
কোনো ভাবে,ক্ষমতা প্রাপ্তি চায়!
যে কোনো ভাবে,সনদ সম্মান যেন পায়!
কাল ক্ষয়ে,নীরব কবি অন্তরালে,ফুলের জলসায়,
ভাঙা দেওয়ালে,অব্যক্ত ব্যথায়,
অভিমানে,উদাস সিলিংয়ের দিকে চায়!
বিপরীতে হওয়ায়,কাব্য কথা প্রতিযোগিতায়!     
লাশ কাটা ঘরে,সাহিত্য বিলাসিতায়!
প্রহসনে,তুমিওহে কবি তোমাকে বিচারে,
নগণ্য,জঘন্য প্রতিদ্বন্দ্বী তা কাব্যের অনর্থ, অন্তরে
কবিত্বে অশ্রদ্ধা! উদ্ধত কাল গাথা লিপি তে,তুমি
কলম সৈনিক! নও পরীক্ষার্থী! তুমি
নও সদ্য,অদ্য,পূর্ব,নও শুধু কবি,তুমি
সাম্য প্রতিবাদ,বিদ্রোহ,উল্লাস,দুরন্ত,কিশোর
প্রেম প্রীতি,উন্মাদ,চির শিশু,তনয়ার নূপুর,
শৃঙ্খল,সাহস,ভয়,ক্ষুধা,তৃষ্ণা,রক্ত চক্ষু,কালের
পাতায়! তোমার লেখা,পাণ্ডুলিপির তবক,বাদামের
মোড়কে অবহেলিত ব্যথায়!

মন্তব্য করুন