Skip to content

শিক্ষিতদের গালে চড় – MaDDy

শিক্ষা যখন ভিক্ষা হয়ে,
খোলা আকাশের নিচে।
পাকিয়ে মুঠো ডান বাম হাত,
হল্লা করে মিছে।

আস্ফালনের বহর দেখে
আশাদের ঠোঁট কাঁপে,
এই বুঝি তবে শাসক গোষ্ঠী,
কাঠি দেবে তার ঝাঁপে।

কোথায় শাসক সবই শোষক,
পার্সেল বোমা ছোঁড়ে।
জ্বলছে উনুন শিক্ষার ঘরে,
বইয়ের পাতা ছিঁড়ে।

আন্দোলন এই শব্দটা আজ,
নাচে মাদারির তালে।
যেনো সপাটে চড় কষিয়েছে কেউ,
শিক্ষিতদের গালে।

মন্তব্য করুন