Skip to content

শান্তির পথ – রবীন্দ্রনাথ দাস।

পরের সুখে সুখী হলে,
শান্তি পাবে মনে।
এই জ্ঞান রাখো সদা,
নাহি ভুলো জনে।

পরের সুখে দুঃখী হলে,
হিংসা আসে মনে।
সেই হিংসায় জ্বলো তুমি,
ক্ষতি প্রতিক্ষণে।

নিজ মাঝে শান্তি খোঁজো,
ছাড়িয়া আয়োজন।
বাহিরেতে শান্তি খোঁজা,
নেই তো প্রয়োজন।

নিজ যোগ্যতায় ভর করো,
পাবে তুমি সুখ।
যতটুকু পেলে হে তুমি,
তাতে নাহি দুঃখ।

জীব মাঝে সাঁইকে দেখো,
হিংসা নাহি আসে।
সেবা কাজে মাতো যদি,
সবাই থাকে পাশে।

মন্তব্য করুন