Skip to content

শহর থেকে দূরে:–চন্দ্রিমা গুপ্ত

ভিক্টোরিয়া বা ময়দানে
নতুনের টানে কাছাকাছি মনে
বাইশের কোঠা পেরোয় নি ওরা
ভাবনা ছুটছে সময়ের আগে
দুজনেই যেন দুরন্ত ঢেউ
প্রতিদিন গড়ে অনন‍্য স্বপন
প্রতিবার করে অনায়াস শপথ
কাছের হবে আরও দুজনের,
সময় ছুটছে জীবন গতিতে
বাইশের প্রেম পেরোলো বছর;
আগামী গড়ার বাস্তবায়নে
প্রতিবন্ধী দুটি প্রেমী মন,
দুজনের কাছে প্রেম অমায়িক–
বাস শুধু ওদের বহুদূরে
ভিক্টোরিয়া আর ময়দান
বেঁচে প্রেমের স্নিগ্ধ স্মৃতি চয়নে।

মন্তব্য করুন