Skip to content

শহরের প্রথম আলো – প্রসূন গোস্বামী

রমনার বটমূলে,
সূর্যের আঁখি খোলার আগে,
ছায়ানটের আয়োজনে
বিশ্বের সেরা বর্ষবরণ,
নীরবতা ভাঙে ঢাকার সকাল।

হাতে হাত ধরে,
শিক্ষক-শিক্ষার্থী,
বিশ্ববিদ্যালয়ের চারণক্ষেত্র ছেড়ে
চারুকলা বিভাগের বহুধর্মী মঙ্গল শোভাযাত্রা,
নববর্ষের আলপনা।

রঙের ছোঁয়া লেগে,
ঢাকার আকাশে মেলে ধানের শিষের মতো সূর্য,
শহরের ঘুম ভাঙে,
আনন্দে মুখরিত হয় রাস্তা-ঘাট।

এই শোভাযাত্রায়,
মিশে আছে শিল্পের ভাষা,
বাংলার ঐতিহ্যের সুর।
বিশ্ব জানুক,
ঢাকায় জন্ম নেয়,
নববর্ষের সেরা সকাল।

মন্তব্য করুন