Skip to content

শরৎ শোভা – শুভদীপ চক্রবর্তী

ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে, দুগ্গা এলেন ধরায়
আনন্দে আজ অবাধ্য মন কাশের বনে হারায়!
মন ভেসে যায় আকাশপথে শরৎ মেঘের পানে
সবাই খুশি মনমাতানো আগমনীর গানে!
চলছি আমি মজায় ভেসে ছোট্ট মেঘের ভেলায়
কখনও বা নামছি আমি শিউলি গাছের তলায়।
ছোট্ট খুকু মিষ্টি হাসে রঙিন শাড়ী পড়ে
নানারকম ফুলের শোভা অঙ্গ তার জুড়ে!
নীল আকাশে সুয্যিমামা হাসির দ্যূতি ছড়ায়
ধানের ক্ষেত জেগে ওঠে মিষ্টি হাওয়ার দোলায়।
বাদল শেষে শরৎ রাণী নূপুর পায়ে আসে
নতুন সাজে প্রকৃতি তাই খুশির স্রোতে ভাসে!
………….

মন্তব্য করুন