Skip to content

শরীরে ভিন্ন শরীর -(মাহ্ফুজ নবীন)

বলেছিলে মন একান্তই আমার
শুধু শরীরে ভিন্ন শরীর
বুনেছে বুনো শালিক বাস!

বলেছিলে তুমি পৃথিবীতে আমার
মনে কেন কষ্টের ভীড়?
ভেঙেছে সবটুকু বিশ্বাস!

কিছু বিকৃত সুখ আকড়ে রাখে
শরীরের আহবানে
কিছু নিষিদ্ধ দুঃখ যতনে রাখে
কভু নিঃশব্দে মনে!
প্রয়োজন হলেও আর হয় কথন
ভবগুরে জীবন উদাস!

মন্তব্য করুন