Skip to content

শয়তান চিনেছি? _ মোহাম্মদ আব্দুল হক

সবখানে ভয় পাই না
জোঁক বেজি সজারুর বাসাবাড়ির কাছে
এমনকি বনে জঙ্গলে নদী পাহাড়ি পথে
বঙ্গোপসাগরেও ততোটা ভয় জাগে না।
আমি ভয় পাই সেখানে গেলে
যেখানে মানুষ আছে আবার নাই
মানুষের ভিরে দেখি,
দাঁড়কাক শৃগাল শৃগালী আর
কুকুর সাপের গায়ে মানুষের পোশাক।
এরা সারাক্ষণ
কি সব ভয়ংকর জাল ফেলে চলে
মানুষের জীবনের সুন্দরের জমিনে।
ইবলিশ আর খবিশে মিলে যায় সহজে
শয়তান চিনেছি নাকি?
শয়তান এরা নাকি?
বুঝি আবার বুঝিনা, দ্বিধা আছে
সাহস একেবারে হারাই না, হুঁশে থাকি
ভয়েই পথ চলি সামনের পথ পাড়ি দিতে।
তোমরাও পথে থাকবে
শয়তানের পথে পথে ছলনা মনে রেখো।
ভোরের আলো সত্য
আলোর পথে থাকো অপেক্ষায় পাবে মুক্তি।।

2 thoughts on “শয়তান চিনেছি? _ মোহাম্মদ আব্দুল হক”

মন্তব্য করুন