Skip to content

মিছা কেন রূপ নিয়ে এতো পরিপাটি !
এ যেন রূপ নয় শয়তানের ঘাটি।
এত অহংকার গৌরব কোন অভিসারে!
দুষ্টের বন্ধু হলে ভালবাসে কে তারে ?
রক্তে রক্তে হয় সে পোকা মাকড় অরুচি,
তবু সে রূপ নিয়ে হতে চায় এলাচি ।
কারে দেখায় কারে দেয় পঁচা গন্ধ আচার !
কুকুর সব চেটে চেটে বলে সে মজার ।
ফুলতুল্য মধুরসে ফুটে সে শাখে শাখে,
ডুবে ডুবে জল খায় স্রোতনীর বাঁকে বাঁকে।
মিছা কেন রূপ নিয়ে খুলে দেও আবরণ,
ডেকে আনো দস্যুদল -গুম হত্যা ধর্ষ্ণ !
মিছা কেন রূপ নিয়ে এতো পরিপাটি !
এ যেন রূপ নয় শয়তানের ঘাটি।
————————————

মন্তব্য করুন