Skip to content

শক্তিমান – মোহাম্মদ আব্দুল হক

কুৎসিত কালো ঘোলা পরিবেশে –
যে কেউ নিজেকে শক্তিমান ভাবে
আর ওই বিচ্ছুগুলো-ও –
একেকটা বদের বদ বদমাশ
যাকে তাকে পথে ঘাটে মঞ্চে কিংবা
মদ গাঁজার আড্ডাখানায় শক্তিমান বানায়।
আরে আহাম্মক
যাকে শক্তিমান বলে চিৎকার করো
সে কি এমন কঠিন ভেদ করেছে বলো?
সে কি এমন শুদ্ধতা ফুটিয়ে তুলেছে বলো?
সে-তো নিজেকেই ভাঙতে পারেনি এখনও!
সে নিজেই আসক্ত মেকি অহংকারী রংতামাশায়।

শক্তিমান হলো সে-ই –
যে মিথ্যা পথ ভেঙে নিজেকে গড়েছে।
শক্তিমান হলো সে-ই –
যে পূর্ব পুরুষের গড়া নর্দমার কাদা থেকে
উঠে এসে শুদ্ধ জলাধারে সাঁতার কেটেছে।
শক্তিমান হলো সে-ই –
যে সমাজের দুষ্টচক্র ভেঙে দিয়েছে আঘাতে।
শক্তিমান তাকে-ও বলা যায় –
যে মিথ্যা চার দেয়ালের ভিতরে থেকে-ও
নিজেকে ভেঙে বারবার শুদ্ধতা ফুটাতে চায়।

তোমরা যাকে ইচ্ছে তাকে শক্তিমান বলো
আমি বলি না
কুকুর, শিয়াল, বিচ্ছুকে ঘৃণাভরে ভয় পাই
তবু-ও এমন মনুষ্য প্রাণীকে শক্তিমান বলি না।

আমি শক্তিমান বলি তাকে –
পরিবারের মিথ্যা শিক্ষায় বড়ো হয়েও
যে নিজেকে বদলে এনেছে সত্য আঙিনায়।
শক্তিমান বলি তাকে –
সমাজের মিথ্যা শিক্ষায় বেড়ে উঠে-ও
নিজেকে-ই আঘাত করে আঘাত সয়ে
তিলে তিলে শুদ্ধস্বরে কথা বলেছে যারা।

এখানে বিচ্ছুর দল
যাকে তাকে ভাবে শক্তিমান বিধাতা সম
ফুটপাত নর্দমা ঘেঁটে লুটেপুটে খাওয়া
তথাকথিত দানবীয় চরিত্রের মানুষকে-ই
তোষামোদ করে করে কুর্নিশ করে নমঃ নমঃ।।

1 thought on “শক্তিমান – মোহাম্মদ আব্দুল হক”

মন্তব্য করুন