Skip to content

—কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
************************************
শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে
তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর
কবির দৃষ্টি।
কাব্যের স্তুপে স্তুপে পৃথিবীর লাইব্রেরীগুলো
মূর্তির মতো সেজে আছে
প্রাণের সন্ধান নেই! আছে কিছু সংখ্যার হিসেব।

নিমগ্ন ধ্যানে কবিত্বের চশমায় আর দেখি না কিছুই
বর্ণ্ গুলো শুধু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে
প্রাণহীন মরুদ্যানে
কবিতা নামক শিরোনামে-

কবির কবিত্ব তাই হয়ে গেছে ধূসর বর্নের ছাই
হালকা ঝড়েই উড়ে যায় কোন অজানা পথে
কবি কি আর পথহীন পথিক?
তবে কেন?
শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে
তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর
কবির দৃষ্টি।

কবিকে তামাম পৃথিবী বলেছে শুনেছি-
কবি সৃষ্টির গর্ভগৃহ শব্দের সম্ভারে চরণে চরণে ।
১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন