Skip to content

লজেন্স খাও — Kazi Anowar Hossain Baghabaro

আমার খোকা বড্ড ভালো
পুতুল দিয়ে খেলে,
মায়ের কথা সকল শুনে
বিড়াল পুতুল পেলে।
খোকা পুতুল ঝাঁপটে ধরলে
শব্দ করে মাও মাও,
খুশিতে তাই খোকা বলে
বিড়াল লজেন্স খাও খাও।

Tags:

2 thoughts on “লজেন্স খাও — Kazi Anowar Hossain Baghabaro”

  1. Kazi Baghabaro

    ছড়া শিশুদের জন্য ছোট কবিতা। ছড়া শিশুরা প্রতিযোগিতায় আবৃত্তি করে পুরস্কার পায়। ছড়া মায়েরা বলে বলে শিশুকে খাওয়ায়,ঘুম পাড়ায়, তাই ছড়া অত্যাবষকীয় প্রয়োজনীয় সৃষ্টি। আমি চেষ্টা করেছি ভালো মানের ছড়া লেখার জন্য

  2. Kazi Baghabaro

    স্যার,
    আমার সালাম নিবেন। আমি চেষ্টা করেছি ভালো মানের কবিতা লেখার। দর্শক পড়ে আনন্দ পেলে আমার স্বার্থকতা। ভুল ত্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার লেখা কবিতা টি আপনার প্রথম পাতায় স্হান দিবেন বলে আমি আশা করি। আপনার ও কবিতা ককটেল এর উওর উত্তর সাফল্য কামনা করি।

মন্তব্য করুন