Skip to content

লক্ষ্মীর নির্দেশ — কবি রমেন মজুমদার

লক্ষ্মীর নির্দেশ
কবি-রমেন মজুমদার
তারিখ-27/08/23
( কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতি লক্ষ্মীর নির্দেশ)
—–শব্দ বন্ধন -৯০
জীবন-কুহুরে থেকে,না দেখিস ওরে !
আমার আশিস লয়ে; (বিদেশেতে পাড়ি-
দিলি কোন লোভে ?)নির্বোধ ওরে!প্রবাসে
কাটাইলি বহুকষ্টে! নিজ ভূমি ছাড়ি।

তব বঙ্গে রত্ন রাজি অঢেল ভাণ্ডার;
তাও তুই অবহেলা করিলি নির্বোধ!
প্রদোষ ভালের লেখা,খণ্ডাবি কি করে?
হৃদ জ্বালা সয়ে নিয়ে,রাখিস প্রবোধ।

জননী বঙ্গের বক্ষে কত রত্ন রাজি,
অবহেলা করে তুই;– হইলি দুর্মতি !!
আজ তুই অজ্ঞানের নিলি পথ বেছে,
ভিখারি বনিলি শেষে লক্ষ্মী ভাণ্ড ছাড়ি।

হেন দোষে ভাত বিনা বিভুঁই বিদেশে;
কাটাইলি সুখ ছাড়ি কালেতে প্রদোষ!
তোর গেহ বঙ্গ ভূমি,- রতনের রাজি;-
যা’রে ফিরে নিজ দেশে লক্ষ্মীর নির্দেশে।।
—–সমাপ্ত

মন্তব্য করুন