Skip to content

রোজ নামচা – বিকাশ চন্দ্র মণ্ডল

বেলাগাম বাজার দর
আড়তদার – মজুতদার
ফাটকা বাজার নির্ভর।
ভ্যাট হয়ছে শাঁখের করাত
খরিদে লাগে হাজার বার।
রোজগার করা ভীষণ দায়
মরছে তারাই যাদের অল্প আয়।
পোস্ত জোটে না বাঙালির পাতে
জোটাতে পারে না টমাটো ভাতে।
সরিষার তেলের দরের ঝাঁঝে মরে
লঙ্কা না খেয়েই চোখে জল ঝরে।
গ্যাস কিনতে সংসারে টাকা নাই
লেখাপড়ার কোথা খরচ জোগাই।
গরীব, প্রান্তিক মানুষ কবেই মরেছে
মধ্যবিত্তদেরও এখন যেন মাথা ধরেছে।
বড় লোকের কাঁড়ি কাঁড়ি কালো টাকা
ওপর মহলে ফূর্তি করছে শুধু একা একা।

মন্তব্য করুন