Skip to content

রোজা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

রোজা
মোঃ ইব্রাহিম হোসেন

মাহে রমাদ্বান এলো শুভ সমাচার,
দূর হোক যত সব পাপ অনাচার।
রহমত বরকত ও মাগফিরাতে,
রোজা রেখে ডাকো সব রব মোনাজাতে।

অতীতের গুনাহের চাও সবে মাফ,
পণ করো কোনদিন করিবে না পাপ।
আঁখিজল ফেলে কাঁদো তুলো দু’টি হাত,
রমাদ্বানের আহ্বান ডাকে দিবা রাত।

শয়তান বেঁধে রাখে শিকল পরায়,
মুমিনেরা বুকে ধরে কোরান জড়ায়।
তারাবি নামাজ পড়ে পালনে সিয়াম,
নবী প্রেমে পাঠ করো দরুদে কিয়াম।

হায়াত মউত আর রিজিকের দান,
সবি দেন বান্দাদের প্রভু দয়াবান।
আজ আছে কাল নাই এ দেহের দম,
নাহি জানা আসিবে যে কবে ওই যম।

দিন যায় ক্ষণ যায় রাত ভোর তাও,
লোভ মোহ ক্রোধ ভুলে প্রভু শান গাও।
সম্মান ও সাধনাতে করো সব রোজা,
নয়তো কঠিন কাজ নয় বড় বোঝা।

মন্তব্য করুন