Skip to content

রূপালী ভবিষ্যৎ – সুবীর ভট্টাচার্য্য

দরজা জানলা বন্ধ করেও
ইথার তরঙ্গ কি আটকানো যায়?
নেভিগেশনের পর্দায় চোখ রাখলে
পৃথিবী জুড়ে ব‍্যস্ততার ছবি চোখে পড়ে।
হয়ত এগুলোও একদিন পুরোনো হয়ে যাবে,
মানুষ নিজেই উড়তে পারবে।

দিনে দিনে সবকিছুই হাতের মুঠোয় হয়েছে,
যদিও সেগুলোও বড্ড সেকেলে হবার পথে,
চিন্তা করলেই তরঙ্গ ছড়িয়ে পড়বে,
নানান প্রক্রিয়া শুরু হয়ে যাবে নিমেষে,
থাকবে না চিন্তার গোপনীয়তা
সেটাই সর্বনাশের শুরু না শেষ?

নতুন জন্ম শুধু থাকবে কাঠগড়ায়,
আর পড়ে থাকবে কিছু কান্না!
যা ফিরিয়ে আনতে পারে না প্রিয়জনদের প্রাণ।
এর মধ‍্যেও আমি দেখেছি রূপালী আলোর রেখা,
বন্ধুত্ব যাচাই হয়ে যাবে তৎক্ষণাৎ,
আর আমি তো সেটাই চাই।

মন্তব্য করুন