Skip to content

রূপকথার দেখা – শুভশ্রী রায়

দুধ নদী, মিষ্টি সুজির পার
রূপকথায় খোঁজ পাবেই পাবে তার!
কিন্তু উপকথার দেখা কোথায় পাবে?
একটা রূপকথা খুঁজতে কত দূর বা যাবে?

বরঞ্চ কল্পনায় তাকে গড়ো,
মায়া মাখানো বইয়ের পাতায় পড়ো,
পক্ষীরাজ ঘোড়া, বিশাল তেপান্তরের মাঠ!
চলো, পুঞ্জীভূত কল্পনাকে করি আমরা পাঠ।

মন্তব্য করুন