Skip to content

রাশ টানো – শিপুল বাছাড়

আমি যখন কথা বলি
কলমের মুখে,
তুমি সে সব কথা শুনে
দাঁড়াবে কি রুখে ?

আমি তো বলেছি আমার বেদনা
জানিয়েছি না পাওয়া দাবি,
ক্ষমতা বলেছে – পাগলের উন্মাদনা,
তুমি বললে – সে আমার কবি।

কখনো বিরোধী পয়সাঅলা ধনী
কখনো বিরোধী দেশ সরকার,
কোথাকার কে ? তোমারে না চিনি,
না থাক পরিচয় তবু পাঠাও খবর।

বন্ধু তোমার যতো ভাষা মুক
কলম চিরেছে কাগজের সাদা বুক
বপন করি ভাষার বীজ, সে তুমি জানো ,
তবে আর অপেক্ষা কার ‌ ? রাশ টানো
ঐ শোষণ রথের !
দুঃখ ঘুচাও শোষিত সমাজের ।।

রচনাকাল – ০২/০২/২০২৩.

মন্তব্য করুন