Skip to content

রামধনু

বেগুনি নীল আসমানি হরিৎ হলুদ কমলা লাল
সপ্ত সুর একরঙ হয়ে রামধনুষের জাল,
কাঁদরের পাশে ছুটে যেতে যেতে ধানক্ষেত ডাকে আয়,অসীম দিগন্তে পশ্চিম পারে রবিও হারিয়ে যায়,
মেঠোপথ থেকে আলপথে নামি কাঁকড়ার দল ছোটে,মাঝে মাঝে পায়ে লতাপাতা লাগে মাঝে সাঝে কাঁটা ফোটে,
এভাবেই হেঁটে হেঁটে পৌঁছে গেছি হে গাছে গাছে ভরা বনে,বুক দুরুদুরু মনে জমে ভয় গিয়ে সেই নির্জনে,
সেথা দয়াময় আমার জন্য অপেক্ষায় কতকাল
যাব যাব করে যাওয়া হয় নি গো খুঁজেছি লাঙল হাল,
খালি হাতে শুধু যাওয়ার সাধ্য হয় নাই এতদিন
তাছাড়া পিছনে চোকানোর ছিল বহু মানুষের ঋণ,
কত কাজ ছিল আমারই জন্য আমি তো ভেবেছি তাই, তুমি হে ডেকেছ আমাকে হয়তো, আমিও বলেছি যাই,
কিন্তু হয় নি এতদিন যাওয়া,মায়ামোহ ফাঁদে পড়ে,অথবা ছিলাম ,”সংসার অচল আমাকে ছাড়া”, এই মিথ্যের ঘোরে,
তবে দয়াময় , তোমার সময় হয় নি যতদিন,
জোর করে আমি চাই নি তোমাকে ,হৃদয়ে বাজেনি বিণ,
ভালোবাসা দিলে, ভক্তিও দিলে,বিশ্বাসে মাখো মাখো,হে দয়াময় প্রভু ,এবার আমাকে তোমার বক্ষে রাখো,
এসে গেছি আজ তোমার শরণে, জলে জঙ্গলে ঘেরা,এবার হয়তো শুরু হবে প্রভু জীবনের চলা ফেরা,
নির্জন বন,যেন উপবন, বট অশত্থ তমাল, পাথরে মানুষ পূজো করে গেছে তোমাকেই কতকাল,
পিছনে দিগন্ত চলে গেছে দূরে তোমার আবেশ নিয়ে, সবুজ ক্ষেত্র শরীর দোলায় হাওয়ায় খুশি হয়ে,
এত আনন্দ এত রঙ ভরা এত খুশি হৃদ মনে,
জীবনের মানে বুঝেছি এবার , এসে এই নির্জনে,
তোমার ডাক শুনেছে হৃদয়,দেহ কিছু বোঝে নাই, তবুও কিভাবে পৌঁছে গেলাম তোমার আস্তানায়,
কাজ দাও প্রভু, পথ দাও প্রভু, যন্ত্র শক্তি সহ
আজ থেকে যেন পথ চলি, হয়ে তোমার বার্তাবহ……

///২৯/০৩/২০২১//////দয়া//////

মন্তব্য করুন