Skip to content

রাত – নজরুল ইসলাম খান

রাত
——–
—নজরুল ইসলাম খান

আমারে তোমার লাগবে না ভালো,
কারণ আমি যে কালো।
পারব না আমি ছড়াতে কখনো
সোনালী বর্ণের আলো ।
আলোকের অভাব হলেই শুধু
আমার দেখাটি পাবে ।
আমি এলেই জগতের রঙ
অন্ধকারে ডুবে যাবে।
অন্ধকার কেহই বাসে না ভালো ,
চায় যে কেবল আলো ।
আমারে তাড়াতে আঁধারে সবাই
কৃত্রিম আলো জ্বালো ।
দিনের আলোয় ঘটে যত পাপ ,
রাত তো সেথায় নস্যি ।
রাতকেই সবাই দোষে তবুও ,
বলে, সে পোষে দস্যি ।
কিন্তু আঁধার আছে তাই সবাই
আলোর মূল্য বোঝে ।
আলোর মাঝেও আমারে অনেকে
হৃদয় দিয়ে খোঁজে ।
আমারে খুঁজ না দিনের আলোয় ,
গহীন আঁধারে খুঁজ ।
আঁধারে আমি যে বিলাসের রাণী ,
সেই কোলে চোখ বুজ ।
শান্তিতে যারা বিশ্রাম নিবে ,
তারা এসো এই বুকে ।
আদর দিয়ে ও পরশ বুলিয়ে
ঘুম পাড়াব সুখে।

২৭/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন