Skip to content

রাজশাহী বিশ্ববিদ্যাল — নজরুল ইসলাম খান

রাজশাহী বিশ্ববিদ্যালয়
——————————–
————–নজরুল ইসলাম

প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার,
প্রথম যেদিন এসে দাড়ালাম বুকে তোমার ।
আমি তাকিয়ে থাকি অবাক বিস্ময়ে।
যেন মহাসাগরের মাঝে ভাসছি এক বিন্দু সফেন হয়ে ।
অজ পাড়াগাঁয়ে বাস, গন্ডির মধ্যে উঠেছি বেড়ে ।
তোমার এই অবারিত ক্যাম্পাস, সু-উচ্চ ভবন , বিশাল ছাত্রাবাস,
মনের দরজা আমার দিয়েছে খুলে ।
নয়নাভিরাম নৈসর্গিক পরিবেশ অভিভূত করেছে আমায় ।
আমি শুধু দেখি আর ভাবি , এমন কী করে হয় ?
হাজার হাজার ছাত্র ছাত্রী , শত শত শিক্ষক।
এ যেন এক প্রাণের মেলা !
জ্ঞানের মহাসাগরে চলে বিদ্যাযজ্ঞ সারাবেলা।
বিশাল লাইব্রেরি যেন জ্ঞানের কুঞ্জবন ,
ফুটেছে কুসুম ।
যত পার নিয়ে যাও, পেয়েছো যখন মরসুম ।
যে যার মতন চলে , যা খুশী করে, নেই কোন বাধা ।
বিশৃঙ্খলা নেই কোন, শুধু আনন্দ , চোখে লাগে ধাঁধা ।
প্রেমের বৃন্দাবন, যেন স্বর্গের হুরপরী সব এখানে।
প্রেমের বিকাশ ঘটে যেখানে ।
শূন্য হাতে আসে সবাই , নিয়ে যায় ডালা ভরে ।
সবাই কে করে বিশ্ব নাগরিক, গড়ে তোলে যোগ্য করে।
তোমার প্রতিটি পথ ঘাট, দারোয়ান, পিয়ন সবাই আমার খুব চেনা।
সবার কাছে পেয়েছি অনেক ,সবার কাছে হয়েছি দেনা।
প্রথম যৌবনের সাতটি বছর আমার,
তোমার মাঝে করেছি পার ।
আপন জনকে দূরে রেখেছি বারবার ।
প্রহর গুনেছি কখন চিঠি আসে ।
বিরহ ভুলতে তোমাকে রেখেছি পাশে ।
প্রিয় বিশ্ব বিদ্যালয় আমার, শত কাজের মাঝেও তোমাকে করি মনে।
অঘোষিত প্রেম হয়েছিল আমার, নিশ্চয় তোমার সনে।

তোমাকে দেখতে গিয়েছিলাম মাঝে,
সেজেছো তুমি অপরূপ সাজে।
ভালো লাগেনি দেখে ।
আগের মুখ খানি তোমার মনে পড়ে থেকে থেকে ।
বুঝেছি তুমি চির নতুন, সর্বজনীন, সবার।
যে যখন চেয়েছে তোমাকে , তুমি হয়েছ তার।
২১/১১/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন