Skip to content

রমজান এলো গীতি কবিতা – মোঃ ইব্রাহিম হোসেন

রমজান এলো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৩-২০২৪ ইং

বছর ঘুরে আসলো আবার পবিত্র রমজান,
আহলান সাহলান এ তো মহান প্রভুর দান।
খুশির জোয়ার বয় যে সবার
আল্লাহ পাকের এই উপহার,
মু’মিনেরই ঘরে ঘরে নব মেহমান।

পুণ্য ঝরে এই মাসেতেই নিত্য ঝরঝর,
রহমত নাজাত আর মাগফিরাতের তর।
তিরিশ দিনে রাখবো রোজা
হাল্কা হবে পাপের বোঝা
খুব দয়ালু সৃষ্টিকারী আল্লাহ মেহেরবান।

শবে কদর খোঁজ করে ভাই  রমজানেতেই পাই,
হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত তার তুলনা নাই।
রমজান এলো মুক্তি দিতে
জগৎ পাগল পুণ্য নিতে,
শেষ নবীজির উম্মত সবে আমরা মুসলমান।

মন্তব্য করুন