Skip to content

রণ ২ – শিপুল বাছাড়

ভাড়াড়ে বাড়ন্ত খাদ্য
তাই আর না লিখবো
সখের পদ্য,

দেখেছি দেশ -দেশান্তরে
অনাহারে
ধুঁকছে কত প্রাণ,
চাই না স্বাধীনতার
এই নিষ্ঠুর কল্যাণ ,

যেখানে দুর্নীতি-ই’ শেষ কথা
কালোবাজারির বৈধতা
ভারতবর্ষের ইতিহাসে;;
স্বাধীন -স্বাধীন বলে
থেমে গেছে যে ‘রণ’
আমি আজ সেই রণ কে
করছি আহ্বান।
বেরিয়েছে বুভুক্ষু দের মে মিছিল
আমি তার প্রতিনিধি এক জন।

আসুক আবার প্রলয়
ভারতবর্ষের কোণায় কোণায়;;
জেগে উঠুক অনাহারী সহস্র প্রাণ।

২৩/০১/২০২৪

মন্তব্য করুন