Skip to content

রক্তে কেনা বিজয় – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

রক্তে কেনা বিজয়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-১২-২০২৩ ইং

একাত্তরের রণাঙ্গনে
তিরিশ লক্ষ প্রাণ বলিদান,
নিরীহ জন মা ও বোনের
সম্ভ্রম হরণ লুণ্ঠিত মান!

শত্রুসেনা হয় পরাজয়
ষোলো তারিখ ডিসেম্বরে,
বাংলাদেশের বিজয় কেতন
উড্ডীয়মান নীলাম্বরে।

ক্রোধের অনল শান্ত হলো
রক্ত দিয়ে হোলি খেলে,
মুক্ত দেশের মুক্ত মানুষ
বিহগ ওড়ে পাখনা মেলে।

স্বাধীনতার বিজয় ধ্বনি
বঙ্গভূমি কন্যা রানি,
রক্তলালের দুঃখ ভুলে
কষ্টে মুছি চোখের পানি।

ন’মাস ধরে যুদ্ধ করে
মাতৃভূমি আজকে স্বাধীন,
স্বাধীনতার জয়-ধ্বনি এ
আমজনতা নয় পরাধীন।

মন্তব্য করুন