Skip to content

রইল একটি বিন্দু – সুবীর মন্ডল

  • by

বলব বলে, ঘুরি দ্বারে দ্বারে,
সকল অগোচরে!
আমার প্রেম, আমার কবিতা!
নয়ন দুটি শুধু খোঁজে তারে।
না বলা কথা, রয়ে গেল মনে,
ব্যর্থ প্রেম হা-হা-কারে গুমরে মরে।
প্রেম আমার, সেতো নীরব ক্রন্দন
মুক্তোর ছটায় ম্লানিত শুকনো প্রসূন।
আঁধার ঘনায়। কালো কালো স্বপ্ন গুলি।
জখম হৃদয়। হাত তুলে নেয় রঙ তুলি।
আঁকব। কি আঁকব! মনে আসে না কিছু,
আঁধারে হারিয়ে, ভুলে গেছি সব। মিলিল একটি বিন্দু।
কালো বিন্দু আঁকি কালো ক্যানভাসে।
ভাসে ভাসা ভাসা।
কেউ বোঝে না। আমি বুঝি শুধু,
আমার হৃদয়ের ভাষা।

মন্তব্য করুন