Skip to content

যে মানুষ ছিল বিশ্বের মুক্তি – মোঃ আমিুল এহছান মোল্লা ।

একদা সোনালী দিন ছিল অন্তর পাড়ায়,
মানুষে মানুষে ছিল প্রেম ভালবাসাা ধরায়।
আজিকায় বিষাক্ত কাঁটা ছড়িয়ে ছিঁটিয়ে
ক্ষত বিক্ষত করেছে বিশ্ব হিংসের কবিতায়।
মানুষ আর গাই না গান অমৃতের সুরে সুরে
বুকে বিঁধায় হিংসের তরবারি চারিদিকে ঘুরে।
যে মানুষ ছিল মানবতার উপমা বিশ্ব জুড়ে
আজ সেখানে জলশুন্য বালুকণা যায় উড়ে।
দিবা- যামী চোরাবালি গ্রাস করে
একে একে হৃদয় যায় পুড়ে !
যে মানুষ ছিল ফুলপরি, পুস্পিত গোলাপ,
আজ প্রাণে প্রাণে যতসব অশূরের সংলাপ।
মানবতা চলেগেছে হৃদয় ছেড়ে,
দিগন্ত পেরিয়ে দূরে- বহুদূরে—
ভাসে সেই সোনালী অতীত, দুই চোখ জুড়ে
যে মানুষ ছিল বিশ্বের মুক্তি,
সেখানে চিতার অনল যাচ্ছে পুড়ে পুড়ে।
————————————————-

মন্তব্য করুন