Skip to content

যে বৃষ্টির ‘র নেই

মেঘের নিচে আলোর ছায়া টলটল করছে।
যেনো আকাশের আঁচল মেঘ থেকে
খসে পরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
যেন মেঘ ভাঙলেই বৃষ্টি- ভালোবাসা,
বাদামের খোসায় বিন্দু বৃষ্টি -ছলছল করছে।

বললেই হলো -ও মেঘ তুমি আমার হবে? ব্যাস-
ভাসিয়ে দিবে- আমের মুকুল, পার্বতীর পুতুল,
ফুল, জমানো সুখ, লুকানো কষ্ট, ঝরা বকুল।
ভিজে যাবে বুক, উর্বর হবে মুখ-
জমবে শ্যাওলা, জামার হাতায়।
উল্টাবে চোখ, চমকাবে আকাশ-
পরবে নীল রঙ কবিতার খাতায়।
মনে মাখবে কাঁদা- আঁকবে হাত মেলা যিশু।
এ তো সুখ, এবার যে মাটি জন্ম দেবে শিশু।

সেই ভরা মেঘ- আমার
চোখে চেপে দিয়ে আবার,
বলো- হাত ধরে বিস্টি’তে ভিজবো।
আমি হেসে বলবো- র’ গেলো কই?
বললে- এ বৃষ্টির কি ‘র থাকে না- বোকা।
এটা আমাদের ভেজানোর জন্য’ই।

মন্তব্য করুন