Skip to content

যে বীণার তার ছিঁড়ে যাবে- রমেন মজুমদার

যে বীণার তার ছিঁড়ে যাবে
——-
রমেন মজুমদার

ছুটে চলে দূরে, আরও বহুদূরে…
অচেনা এক সুর;বারবার ফিরে আসে;-
অতীত দিনের মেঠোপথে
বাতাসের সুরে সুরে।

পাঁকে পাঁকে স্রোতের তালে হংসমিথুন দল,
প্যাঁক প্যাঁকে সুর তুলে কণ্ঠে তারা;
জীবন ধারার অবিন্যস্ত জলস্থলে
তাদের চলাচল।

গাইতে গাইতে একসময় মিলিয়ে যাব হাওয়ার মত,
কেউ হয়ত বলে ওঠবে বড় দুর্বোধ্য এ’ জীবন;
ধানের শিষে কিশোরীমন সুরের ছোঁয়ায়;
ভোরের সূর্যে কণ্ঠে ওঠবে গান।

জীবন বীণায় ক্ষণস্থায়ী পঞ্চতারের খেলা,
এ’খেলায় যে অল্পসময় প্রেমের দোলায়
দুলিয়ে যায় পাখির মত আকাশ জুড়ে,
পেছন ফিরে দেখবে তখন অস্তমিত বেলা।

সবুজ পাতার শিরে শিরে জীবন বৃদ্ধি পায়,
অবক্ষয়ে একদিন সে ঝরে বায়ুর ভারে;
সপ্তপদী করুণ সুর জীবন বাঁধার স্বপ্নে…
সমর্পণে অবুঝ মরণ নিত্য অবক্ষয়।

পঞ্চতারের একটি যদি, কভু মরচে ধরে বসে,
অবচেতন মনে; অবুঝ বীণার তারে…
অমিল সুরে বেমিল হবে চিরন্তনী সত্য
হংস-হংসী স্রোতের তোড়ে হারিয়ে যাবে শেষে।।
***সমাপ্ত–

মন্তব্য করুন