Skip to content

যে তুমি শোভা ছিলে – মোঃ আমিনুল এহছান মোল্লা

চম্বুক শক্তিতে টেনে নেও কত রূপে কতবার
ফুলে ফুলে ফোটে যাও মধুময় সমাহার !
এই তুমি কে ওগো যুগে যুগে দুর্ণিবার ।
গুপ্ত খোলস ছেড়ে ছুটেছো ধরা তর
কে থামায়, এমন সাধ্য আছে কার ?
কত রূপে কত ঢংঙ্গে দুলিছো অণিবার !
দেহ তরী দিয়ে যাও কত রূপে কতবার,
এই তুমি কে ওগো খোলা মেলা প্রান্তর ?
ঘিরে আছে চৌদিকে শয়তানের দিবাকর,
যে তুমি শোভা ছিলে , ধ্রুবতারকার বেশে
আজ তুমি ঘৃন্য হলে শত কামনার পরশে।।
বিরহবিধুর নয়ন সলিলে
হিংস্র কুকুরের দংশনে- গুপ্ত ধন হারালে ।
—————————————

মন্তব্য করুন