Skip to content

যেখানে তুমি হবে মহাকবি – মোঃ আমিুল এহছান মোল্লা

সাম্যের দ্বার খুলে দাও হে মানব সন্তান,
অতি নম্র ভদ্র হও এই পৃথিবীর উদ্যান।
বিনয় দেখাও ছোট বড় সব প্রাণ,
অহংকার ভুলে গিয়ে হও মহত্বের ঘ্রাণ !
যেন তুমি হতে পারো স্বপ্নের কবিতা,
যেন তুমি হতে পারো কবিতার প্রণেতা।
যে কবিতায় লেখা হবে মানবতার গান
যেখানে তুমি হবে পৃথিবীর কল্যাণ।
সেখানেই কবিতার চরনে চরনে
চির সাম্যের রবি গ্রহ -তারা –চাঁদ
প্রেমের তরঙ্গে মুছে দাও নিখিলের অবসাদ।
যেখানে তুমি হবে মানবতার মহাকবি,
সেখানে যুদ্ধ বিজয়ের অমর তরবারি
তুমি এক যোদ্ধার প্রতিচ্ছবি।
তুমি মানবিক সাহিত্যের অতুল্য মহারাজ,
দিতে হবে পারি দূর্গমগিরি দিবা কিংবা সাঁঝ।
————————————–

মন্তব্য করুন