Skip to content

যুদ্ধক্ষেত্রের গান – প্রসূন গোস্বামী

আকাশ যেন যুদ্ধক্ষেত্র,
মেঘ যেন সৈনিক দল,
সূর্য যেন কামান, চাঁদ যেন বোমা-বল।

হাওয়া যেন বার্তাবাহক,
বৃষ্টি যেন অস্ত্র,
মাটি যেন কবর, গাছ যেন শোকাহত।

নদী যেন রক্তক্ষেত্র,
মাছ যেন শহিদ,
পাখি যেন মৃত্যুর দূত, তারা যেন মৃতদের চোখ, সকৃৎ ।

রাত যেন কাফন,
দিন যেন শোকসভা,
নীরবতা যেন চিৎকার, শব্দ যেন প্রার্থনা।

ধোঁয়া যেন আভরণ,
আগুন যেন কনে,
ধ্বংসাবশেষ যেন শহিদের স্মৃতিস্তম্ভ, মনে।

জখম যেন বীরের পদক,
অশ্রু যেন প্রার্থনা জীবিতের,
স্মৃতি যেন অতীতের প্রেত, আশা যেন আলো অন্ধকারের।

যুদ্ধক্ষেত্র ক্ষোভ ও ধ্বংসের স্থান,
যেথা মৃত্যুর ছায়া নিত্য বিরাজমান,
জীবন মৃত্যুর সঙ্গে যেথা মিশে যায়,
সেথা শান্তির আশা কভু না পায়,
শুধু থাকে যাতনা সেই সবার,
যাদের হৃদয় শোকে ভারাক্রান্ত অপার,
যারা প্রিয়জন হারানোর শোক পায়,
তাদের অশ্রু ঝরে গভীর রাতের নীরবতায়।

মন্তব্য করুন