Skip to content

যা বলি কিন্তু বলিনা

ভুলতো বলোনাই তুমি,
আমি নারসিসিস্ট, নিজেরে লইয়া পইড়া আছি অনন্তকাল
চুল কাটাইতে বসলে কাইটা যায় একটা বিরাট সকাল
এই জীবনতো আমি আসলেও চাইনাই কুমারী
নারসিসাসরে পানি নিয়া গেল- মাইরা ফালাইলো
আগুন, পানি, বাতাস- আমারে শালা কেউই নিলনা
তুমিও না!

মন্তব্য করুন