Skip to content

যন্ত্রনা কল্লোল সরকার

জন্মাবধি জ্বলেই গেলাম
জ্বলে গেলো,
পুড়ে গেল বুকের গেরস্থালি
দুঃখের সময়ে শুনল না কেউ ধ্রুপদী ডাক।
না পাওয়ার অভিশাপে ঝড়ের তাণ্ডব
দু নয়নে বাঁধভাঙ্গা জলের বাঁধন,
নিঃশ্বাসে বিষ মিশিয়ে কামনার আত্মসমর্পণ।
কেউ চলে যায়,
আমাকে ক্ষতবিক্ষত করে কাউকে ভালোবেসে ডাকে হায়,
মায়া শালিকের আর্তনাদে আমিও শেষ আশ্রয় হারায়।
প্রেমের কম্পনে দুঃখ রাখি কোথায়?
প্রেমের পরিণামে ভাঙলো আমার বিশ্বাস
কৃষ্ণচূড়া, পলাশের ত্রাসে এখন আমার চৈত্র মাস।
ওই চাঁদ মুখ দেখে শুধু ব্যথায় পেলাম
থমকে দাঁড়িয়ে গেলাম,
গভীর দুঃখে কেঁদে মরলাম!
দিশেহারা হয়ে অজানা পথে হেঁটে তুমি এলে অবেলায়।
যন্ত্রনা,
সীমাহীন যন্ত্রণা!
আভিজাত্য বিন্দু থেকে সরলতার সর্বনাশ।

মন্তব্য করুন