Skip to content

যদি সে চায়

আমার স্বপ্ন গুলো গোপনে পাঁপড়ি মেলে,
যখন সে পথ চলে
আমার হাতে হাত রেখে,
হাসিমাখা চোখে।
অপরিসীম আনন্দের মিছিল বুকে।
নগ্ন নির্জন সমুদ্র তীরে, কিংবা তার দূরে,
ফাগুন আকাশের নিবিড় অন্ধকারে,
কোন বোবা পাহাড়ে
ঝনার কিচিরমিচির শব্দের মাঝখানে,
চাই তাকে নিয়ে , যেতে হারিয়ে।
এ নিষ্ঠুর পৃথিবী তো বোঝে না
ভালোবাসা,
ক্ষমতা লোভ লালসা,
করছে তাকে পাষান,
সভ্য সে কিন্তু মানবিক না।
তার বুকের আছে অহংকারী অট্টালিকা।
কিন্তু সেখানে ঘরে মানুষ বড় একা।
সব সম্পর্ক গুলো লেনদেনের।
বিলুপ্ত সেখানে হৃদয়, বিলীন স্বপ্নের কারবার,
শুধু আছে আসবাবপত্রে সাজানো সংসার।
মিথ্যা ভালোবাসার অভিনয়ে চুক্তিবদ্ধ মানুষের পরিবার।
তাই নতুন ভোরের সুপারিশে
রাজি আমি হারিয়ে যেতে, যদি একবার চায় সে।

মন্তব্য করুন