Skip to content

যদি আবার দেখা পাই – মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি আবার দেখা পাই, এবার বলে দিবো,
সত্যি বলে দিবো, তুমি কতটা সুন্দর !
তোমাকে কতটা ভালোবাসি, কতটা মিস করি
যদি আবার দেখা পাই, এবার কাছে টেনে নিবো
কানে কানে বলে যাবো, তুমি আমার শুধু আমার।
যদি ভালোবাসা পাই , বিপুল উদ্দ্যামে
বঙ্গোপসাগর চিনে নিবো, ঝর্ণা ধারায় ভেসে যাবো
পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে যাবো
খুঁজে নিবো ভূ-মধ্যসাগর-
হারিয়ে যাবো দু’জনা সুখ স্বর্গের নিঃশ্বাসে
যেখানে তুমুল যুদ্ধ হবে অনুপম পরশে
যদি আবার দেখা পাই, বুকে বুকে হবে কথা
আলিঙ্গে আলিঙ্গনে ডিঙ্গাবো জল ভরা নদী
সাঁতরাবো সমুদ্রের অথৈ জলে
আর বলবো না, তুমি এসো না, তুমি এসো না
যদি আবার দেখা পাই, এবার বলে দিবো
তুমি আমার প্রণয়ের নদী- মধ্য অন্তমিল।
——————————————-

মন্তব্য করুন