Skip to content

যখন মেঘে তোমার মুখ ঢেকে যায় — জামাল ভড়

যখন মেঘে তোমার মুখ ঢেকে যায়
আমার নাগালের ভিতরে থেকেও
ছোঁয়ার অদম্য ইচ্ছেগুলো কুয়াশার মধ্যে
হাতড়িয়ে খুঁজে দেখি ঝাপসা অবয়ব দেখে
আজ যখন গোঁয়ার কুদিয়াল নদীর নাচ
দেখতে দেখতে ঝর্ণার গান শুনে
হাত ধরাধরি করে এই পাহাড়ি শহর কুবায়
হেঁটে বেড়াই তখন তুমি এক প্রজাপতি দেখে
হাত ছাড়িয়ে নিলে অমনি কালোমেঘের
দৈত্য এসে কাচের দেওয়াল তুলে দেয়
আমার মন খারাপের করুণ সুর
বাতাসে মূর্ছনা তোলে ।
ইচ্ছে ছিল এই নির্জন শহরে
দুটো দিন ভালোবাসায় ভরিয়ে দেবো
লনে বসে ফুল পাখি দেখতে দেখতে
নদীর সাথে পা মেলাবো
ঝর্ণার সাথে গলা মেলাবো
তুমি দূরে যেও না
মেঘ সরে যাক আমরা আবার
পাশাপাশি বসবো ‌।

মন্তব্য করুন