Skip to content

মোরা পাঠশালা যাই – মোঃ রুহুল আমিন গাজী

চলো মোরা পাঠশালা যাই
পড়া লেখা শিখি,
পাঠশালাতে কী যে পড়ায়
চলো গিয়ে দেখি।

হাতটা ধরো ভয় পেয়ো না
খেলবো তুমি আমি,
অনেক বড়ো হবো দু’জন
সব খানেতে নামি।

লেখা পড়া শিখবো মোরা
দু’জন পাল্লা দিয়ে,
মজার মজার ছড়া শিখবো
পাঠশালাতে গিয়ে।

হাট্টিমাটিম টিম যে পড়তে
দারুণ মজা লাগে,
নোটন নোটন পায়রা গুলো
শিখবো তবে আগে।

বনের রাজা —-সিংহ মামা
গলায় কেশর দেখো,
মামার গর্জন সবাই পালায়
মনে তুমি রেখো।

মামার গায়ে নরম ছোঁয়ায়
হাত বুলাতে থাকো,
মণ্ডা মিঠাই খাবার আগে
দুষ্টু বানর ডাকো

এই যে দেখো শিয়াল পন্ডিত
অনেক রাখে বুদ্ধি,
বনের রাজা বিচার ডাকলে
করেন তিনি শুদ্ধি।

বইয়ের পাতায় দেখলে চেয়ে
ভয় পেয়ো না তবে,
দেখবে তখন চোখের সামনে
বড়ো যখন হবে।

মন্তব্য করুন