Skip to content

মোরগের সাথে একদিন – নাশিদ ববি

প্রথম অধ্যায়

ঘুম ভাঙল সাড়ে ১১ টার দিকে। উঠে মাকে ডাকলাম । মা মা স্কুল আছে । আমাকে তুললে না কেন ?
কারো কোন শব্দ নেই । ঘরখানি একেবারে থমথমে । বিছানা ছেড়ে উঠে বসলাম । আজ যে অনেক দেরি হল ! স্কুলে কি করে যাই ? টিচার তো ভীষণ বকবে । স্কুলের জামা কাপড় পড়ে ব্যাগ নিয়ে সোজা ডাইনিং রুমের টেবিলে কাছে ।আরে নাশতা নেই । নেই টিফিন । মা মা মা ! কোথায় গেছে সবাই ?
মায়ের ঘরে ঢুকতেই দেখলাম বাবা আরাম চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে ।তোমার কি অফিস নেই ? এখনো এখানে ।
বাবা – আজকে কেন অফিস থাকবে । আজকে তো ছুটির দিন ।
আর তুমি কেন স্কুলের জামা পড়েছ ? কোন এক্সট্রা ক্লাস বা ক্লাব আছে ?
বললাম – শনিবার সব ক্লাস হবে । আমার উঠতে দেরি হয়ে গেছে । সারারাত ধরে রচনা লিখেছি ।
বাবা – আজ তো শুক্রবার । সব কিছু বন্ধ ।
দেয়ালের টাঙানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বুঝলাম আজকে শুক্রবার ।
তুমি ঠিকই বলেছ বাবা । আজকে ছুটির দিন । বাবা – মা কোথায় ? দাদী কোথায় ? কাউকে তো দেখছি না ।
বাবা – ওরা বাগানে গেছে । তুমি ওখানে ওদের পাবে ।

ড্রইংরুমের পিছনে দরজা দিয়ে বাগানে যাওয়া যায় । অনেক দিন বাগান দেখিনি । আজকে দেখলাম নানান রকমের ফুল ।আমাদের বাগানে গোলাপ ,বেলি ,গাঁদা ,সূর্যমুখী গাছ আছে । লজ্জাবতী আর ঘাস সবই আছে । দেখলাম মা আর দাদী বাগানের একটি বেঞ্চিতে বসে আছে ।
– তোমরা এখানে বসে চা খাচ্ছ ?

মা – তোমার ঘুম ভাঙল ইনুগো ! আমাদের সাথে এখানে বস ।
দাদী – দেখেছিলাম তুমি ঘুমিয়ে ছিলে । তাই তোমাকে জাগিয়ে তুলিনি । এখানে বস এবং আপেল খাও । এই বলে আমাকে রোদে কিছুক্ষণ বসিয়ে রাখলেন আর হাতে ধরিয়ে দিলেন আপেলের টুকরো ।আমিও কচকচ করে আপেল খেয়ে যাচ্ছি ।
রোদের থাকে ভিটামিন ডি আর এটা ভীষণ দরকার সকলের জন্য । প্রতিদিন রোদে ১০ মিনিট থাকতে হবে । সকাল ১০ তা থেকে দুপুর ২ তা পর্যন্ত UV রশ্মি আমাদের দেহে প্রবেশ করে । । এটা আমাদের স্কুলে পড়িয়েছিল ।
আমার দাদী ভীষণ জোকস করতে পারে ।জোকস শুনে সবাই হাসতে লাগল । কাছ থেকে দেখেছি দাদীর চকচকে দাঁত টি । ওটা কিন্তু নকল দাঁত । অন্য গুলো থেকে একবারে আলাদা । দাঁত না থাকলে সত্যি ভীষণ খারাপ লাগে । মুখের সৌন্দর্য হল দাঁত । হাসলে মুক্তো ঝরে । বাগানের ঘাসের উপর বসে ছিল প্রজাপতি নীল রঙের প্রজাপতি । ছোট পাখনা মেলে ঘুরছে আর উড়ছে । সত্যি ভীষণ আনন্দ হচ্ছে দেখে ।

2 thoughts on “মোরগের সাথে একদিন – নাশিদ ববি”

মন্তব্য করুন