Skip to content

মেয়ে মানুষ – MaDDy

মেয়ে মানুষ মানে পায়ের জুতো,
কেন মাথায় তুলিস?
মেয়ে মানুষ মানে, শীতের রাতের –
গরম পায়ের বালিশ!!

মেয়ে মানুষ হলো সমাজের টানা ছোট্ট একটা গন্ডি,
মেয়ে মানুষের জীবন মানে-
রান্না ঘরেই বন্দী।

মেয়ে মানুষ মানে যখন তখন ন’মাসের দায়ভার,
মেয়ে মানুষ মানে শরীর-খারাপে,
শরীরের কারবার।

মেয়ে মানুষ মানে পিছিয়ে থাকবে,
আওয়াজও থাকবে নিচে।
মেয়ে মানুষ মানে বিনা বোগলসে,
হেঁটে যাবে পিছে পিছে।

তবু ভুলে যাই মেয়ে মানুষ মানে,
‘দিদা, মা কিবা বোন’
মেয়ে মানুষ মানে শত কষ্টেও-
মুখে হাসি, ব্যথা মন।

তবু ভুলে যাই মেয়ে মানুষ মানে,
বর্ষার বর্ষাতি।
কেন ভুলে যাই শেষ বয়সের,
এরাইতো সেরা লাঠি!!

মানছি হয়তো কিছু মেয়ে মানুষ,
অনুভূতি নিয়ে খেলে;
তো বলে সবাই খারাপ হবে,
সেটা কি ভাবলে চলে!

সমাজের বুকে কানি বুড়ি আছে,
আছে সতী, আছে রানী।
তবু, ভালোটা আমরা ঝট করে ভুলি-
খারাপটা ধরে টানি।

(সব শেষে)
মেয়ে মানুষ হয়ে জন্মেছে মানে-
ধর্ষণ স্বাভাবিক!!
তোদের চিন্তা ধারার মুখে ঝাঁটা মেরে,
জানাচ্ছি শত ধিক।

মন্তব্য করুন