Skip to content

মেধা বিহীন সনদ – মোঃ রুহুল আমিন গাজী

লেখা পড়ার —বেহাল দশা
নিচ্ছে জাতি মেনে,
মোদের দেশে আঁধার নামছে
গেছে সবাই জেনে।

লেখা পড়া শিখবে খোকন
অনেক বড়ো হবে,
খোকন কেনো শিখছে আজি
আলুর ভর্তা তবে।

পিতা মাতার অনেক আশা
ছেলে মেয়ে নিয়ে,
মানুষ রূপে গড়বে তাঁদের
শ্রমের মূল্য দিয়ে।

লেখা পড়ার মানটা তাদের
দিচ্ছে হতাশ করে,
সেই ভাবনায় মোদের খোকন
অকালে যায় ঝরে!

কর্মের খাটনি শিখছে আগেই
লেখা পড়া রেখে,
মেধা বিহীন—– সনদ প্রদান
কতো বেকার দেখে।

বদলায় নিয়ম কারিকুলাম
কিসের ইঙ্গিত করে,
ক্যামনে সফল পাবেন জাতি
মেধা বিহীন গড়ে।

লেখা পড়া—বিলোপ প্রান্তে
কেনো মোদের দেশে?
দেশের শিক্ষার—পতন হচ্ছে
মেধা যাচ্ছে ভেসে।

মন্তব্য করুন