Skip to content

মেঘলা কবিতা -সুদীপ ব্যানার্জী

  • by

ইনবক্স আজও খালি।
বৃষ্টি পেটে মেঘ একলা শুয়ে…
ছেঁড়াখোঁড়া রোদের টুকরো
ওঠেনি বিছানায়।

চোখের তলার কালিতে রাঙা
বাদল কাল কাচের পুরু জানলা…
ধোঁয়াশা মেশা আকাশ

মাঝে মাঝে আঁকা ম্যান্ডেলা।
কখনও বিরশা আসে,
পাশে নিয়ে পাথর কাল কানুও।

না,শরৎকাল ছাড়া রবীন্দ্রনাথকে দেখি না…

আদিম কোন জঙ্গলে
,আধাদেবতার গুহা থেকে
যখন আছড়ে পড়ে দৈববাণী–
বিদ্যুৎ চমকায়!

সে ভাষায় প্রতিবাদী স্বর…
ফিউজ তারে
আশ্রয় খোঁজে স্বঘোষিত ঈশ্বর…

ইনবক্স এখনও খালি…
মেঘলা বুক নিরুত্তর…

বৃষ্টি নেমেছে আঁতুড়ঘরে…

মন্তব্য করুন