Skip to content

মেঘমালার প্রলয়- আয়েশা ছিদ্দিকা

যাবে বলে এলে না, কি দুর্বিষহ
আমি একলা, নেই কোনো পথ, সব গেল ডুবে।
ঘোলাটে ঘোলাটে জল নিমজ্জিত নগর
গুম গুম কালো আকাশ সভ্যতার ঐ অগ্নিপুড়া ইটপাথর ডিগবাজি খাচ্ছে, দেখতে তুমি তবে
কি যে বেসুরা সুরে নেমে আসছে বিষের ঢল।
নও তুমি মেঘমুক্ত, বৃষ্টিজল!

আবেদন আকুল আবেদন, হেরে বাদল
এসোনা ছোঁতে আমায়,আর এসোনা!
চাই না তোমারি ঐ বৃষ্টিস্নান।
তোমার ঐ বৈর রূপে __
আমার সহস্র হৃৎপিণ্ডে প্রলয় হানালে!
আর কত নিবে আমার পুত্তলিধন?

ওরে মেঘমালা, ঝড়বাদল
ফোটাতে পুষ্পকাননের ফুল,
আরবার তারেও ধ্বংসিলে, তোমারি তাণ্ডবলীলা।

মরনাপন্ন নয়নদৃশ্য আরো গেল মৃত্যুতে স্বপ্নপুরি।
এমনি বিষন্ন মুখে চেয়ে আছি তোমারি সবুজহাঁসি,
এবার দাও ফিরে স্বর্ণলাল সূর্য ঐ সকাল!

মন্তব্য করুন