Skip to content

আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,
ক্ষণিকের মুসাফির আমি এই নশ্বর !
তাঁর ডাকে যেতে হবে অবিনশ্বর
কখন যে এসে যায় নাহি জানি স্থির ।
মৃত্যকালে কেউ নিবে না সুখদুঃখভার
আমি একা যাইব সেথা আমিই অতঃপর
তিনিই অসীম একক প্রভূ উভয় জগতে
তাই তো আমি নতশির তাঁরই কুদরতে
ক্ষমা কর হে সর্বমালিক কাল কেয়ামতে
পানা চাই হে পানা চাই হে তাঁর রহমতে।
শুন্য আমি, নিঃশ্ব আমি, শুষ্ক আমার মুখ,
জানি আমি তাঁরে ছাড়া অধরা মোর সুখ।
আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,
ক্ষণিক তরে এসেছি আমি এই নশ্বর।
সব প্রাণেতে হানা দেয় মৃত্যু সর্বভুক !
গোলাম হয়ে শান্ত করো এই তপ্ত বুক।
——————————————

মন্তব্য করুন