Skip to content

মৃত্যুর পদশব্দ

যোগনিদ্রায় মনসমাধি আমার মধ্যে আমি,বিশ্বজগৎ আকাশ বাতাস থমকে ঝুমঝুমি,
সুখসায়রে ডিঙি বেয়ে একলা পরিভ্রমণ,মনের ভিতর পেঁয়াজ খোসা ছাড়িয়ে চলে মন,
জলের উপর দেহের ছায়া অশান্ত অস্থির , হাঙর কুমির ডিঙি ঘিরে ছুঁতে চাওয়ার ভিড়,
আমি সুখে বাইছি ডিঙি,নয়তো ডিঙি আমায়,
আমার ভিতর আমি তখন বিশ্বপরিক্রমায়,
ঝড় ঝঞ্ঝা তুফান ঢেউয়েও দুজন অবিচল
জলের ভিতর দেহের বাওয়া পিঞ্জরেতে জল,
উথাল পাথাল মত্ত সাগর আকাশ ছোঁয়া ঢেউ
আমার সঙ্গে আমি ছিলেম আর কি ছিল কেউ,
এমন সময় স্কুলের ঘন্টা লক্ষ্মী বাজালোরে
ছুটি হল জেনে মন বাজে করুণ সুরে,
বাড়ি ফিরে যাবো না আজ থাকব স্কুলের ঘরে
খেলব পড়ব আপনমনে চিদানন্দ পারে,
কিন্তু দেখি তালাচাবি পড়ছে এক এক করে
আমায় তবে যেতেই হবে ফিরে আপন ঘরে,
বন্ধুরা সব এদিক সেদিক কেউ চায়না যেতে
তবুও চৌমাথার মোড়ে গাড়ির অপেক্ষাতে
এমন সময় রাজপ্রহরী বলে মিষ্টি হেসে
চলো খোকা বাড়ি যাবে ঐ তো মাঠের পাশে,
বাড়ি ফিরে যাবো না রে পথেই থাকতে চাই
চুপ কর,বেয়াদব ছেলে,করলে বেগড়বাই,
তুলে নিয়ে চলে যাবে তোরে নিষ্ঠুর জল্লাদ
তরী বাওয়ার দিন ফুরোবে, হারাবি তার স্বাদ
যেতে যখন হবেই তখন ভালো ছেলে হয়ে
চল্ রে চল্ নিজের ঘরে সপ্তসাগর বেয়ে,
বাধ্যতায় অশান্ত মন ঢেউসঙ্কুল জলে
একা একাই যাই গো তবে সব পিছনে ফেলে,
দেখা আবার হবে সখা স্কুল খুললে পরে
এখন আমি যাচ্ছি ফিরে আমার নিজের ঘরে…..

/////09/08/2021////////

মন্তব্য করুন