Skip to content

মৃত্যুর নীতি – অথই মিষ্টি

হায়, মরণ !
কেড়েনিলে মোর স্বজন ,
এই আমাকে একা করে দিলে ,
পর করে দিয়ে আপন ।

হায় , মরণ !
বার বার করি স্বরণ ,
না চাইলেও বরিতে হইবে ,
এ জিবনে মৃত্যুকে বরণ ।

হায় , মরণ !
নিষ্ঠুর তুই র্নিরদয়া তোর কর্ম ,
তবুও দুনিয়ার মোহে বার বার পরি মোরা ,
কেড়ে নিস তুই কেড়ে নেয়াই তোর ধর্ম ।

হায় , মরণ !
দাগ দিলে তুই এ মোর প্রানে ,
তোর ফাঁদে পড়ে চলে গেলো মোর স্বজন ,
মায়া জালে বাঁধা প্রিয় জনে ।

1 thought on “মৃত্যুর নীতি – অথই মিষ্টি”

মন্তব্য করুন