Skip to content

মৃত্যুকে কাঁদিও না — হীরক মুখোপাধ্যায়

অনন্ত জীবন চাই না আমি মৃত্যুকেও ফেরাবো না,
মাঠে ফসল এলে আমি বুক ভরে নেব তার পুণ্য ঘ্রান,
বুকের জমিতে ভিটের প্রজার নিরন্ন যাপন নিত্য,
কিছু তার প্রাপণীয় হয়তো, তবু মৃত্যুকেও ফেরাবো না l

এই অলিক রাতদিন, ও পথ মারবো না ঝুটো,
চোখে চোখ যেমন অস্থির দিকচক্র জানা নেই,
নারী কখন হাত ধরে হায় আসমানী মন জানো কিছু?
তবু অনন্ত জীবন চাই না আমি মৃত্যুকেও ফেরাবো না l

লৌকিক যা কিছু, গহীন-গহন সে দহন করুক,
বহতা বাতাস, ওড়াও ঘুড়ি, ওড়াও পতাকা,
সময় ধায়, ধেয়ে যাব আমি ;কবি ও কাঙাল,
বুকে ও বাতাসে নির্বিঘ্নে বাঁচো মুখর বলাকা,
আহা অনন্ত জীবন চাই না আমি মৃত্যুকেও ফেরাবো না l
কে চায় নিদ্রা চিতাকাঠ অবধী, কিম্বা ছেঁড়া স্বপ্ন?
নিপাট অন্ধত্ব দীর্ঘ করে রাত, বাড়ায় শান্তি,
দিনান্তে বিধুর রাগ কেউ না বজায় যেন,
মৃত্যুকে কাঁদিও না l

মন্তব্য করুন