Skip to content

মূর্তির মত গড়া – মোঃ রুহুল আমিন গাজী

মানুষ রূপে কেমন মানুষ
আমি সবার কাছে,
সত্যের পথে থাকার মতই
সাহস কিম্বা আছে।

জীবন থাকতে লাশটা আমি
কিসের এমন ডরে,
নিজের কাছে.. প্রশ্ন রেখে
জানতে ইচ্ছে করে।

মানুষ বাঁচে কয়শো বছর
হায়াত নিয়ে ভবে,,
ভীরুর মতই জীবন যাপন
করছি কেনো তবে।

বিবেকহীন ওই হৃদয় নিয়ে
গর্বে বুকটা ফুলি,
সঠিক কথা বলতে আবার
ক্যামনে ফুটে বুলি।

বেঁচে থেকেই অন্ধের মতই
চলি সর্ব ক্ষণে,
প্রাণটা থাকতে লাশটা যেন
ভাবছি মনে মনে।

যাদের দেহে ….জীবন আছে
তাদের ভাষা কড়া,
আমি যেন…….মানুষ রূপেই
মূর্তির মত গড়া।

ন্যায় ও অন্যায় দেখলে আমি
নির্বাক হয়ে থাকি,
নিজের সত্তা বিলীন করেই
মিথ্যা দিয়ে ঢাকি।

মন্তব্য করুন