Skip to content

মূর্খের পরিচয় – কবি শাহিন আলম

মূর্খ যখন যোগ্য আসনে,
কেমন বিচার করে?
মূর্খ তখন মূর্খতার,
আচরণ প্রকাশ করে।।

মূর্খ যখন মূল আসনে,
দখল করে বসে।
সেই আসন মূর্খের ভারে,
ধ্বংসের হিসাব খসে।।

মূর্খদের এমন জাত আছে,
কয়জন তা জানে?
মিথ্যা-তর্ক হিংসা-জেদ
অহংকার তাদের মনে।।

মূর্খের সাথে তর্ক করা,
মূর্খের মতোই হওয়া।
মূর্খের সাথে চলা-ফেরা,
জীবন যাবে খোয়া।।

মন্তব্য করুন