Skip to content

মুছিতে পারেনি মুজিব চেতনা – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

তুমি শত বছর ধরে বারে বারে ঝর ঝর করে ঝরেছে বুলেট,
তুমি ভেবে কয়েকটি বুলেটের আঘাতে মুছে যাবে বঙ্গবন্ধুর নাম নিশানা,
তুমি কি জনে বঙ্গবন্ধু মানে একটি আদর্শ
বঙ্গবন্ধু মানে একটি চেতনা,
বঙ্গবন্ধু মানে একটি প্লাটফর্ম,
বঙ্গবন্ধু মানে মহাবিস্তৃত সমুদ্র
বঙ্গবন্ধু মানে রাজপথে মুখরিত শ্লোগান
বঙ্গবন্ধু মানে বিজয়ের স্বপ্ন,
কি করে মুছে দিবে সে নিশান,পারনি পারবেনা কোন দিন।
ঐ বিদ্রোহ কন্ঠে থেকে থেকে শুধু,মুক্তি আর সংগ্রাম ভালবাসার গান গেয়ে,তোমাদের জন্য এনে ছিলে স্বাধীন মুক্ত প্রান,
তোমরা বিদায় করে দিলে তার জীবন
কিন্তু মুছতে পারিনি বাঙালীর মন থেকে,
জীবন বেদনায় ভরে যায় সে শোকে,
আজ ও শুধু কাঁদে ,বিদায়ের দিনে তাহার বুকে গুলির আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিলে,
ঐ ব্যথাতুর আঁখি থেকে ঝরে পড়ে কান্নার জল
দেখি শুধু শোকের গন্ধ আজ চারিদিকে আকাশে বাতাসে
চলার তোমাদের নেই আজ বাঁধা
সে পথিকের পথ নেই,কিন্তু শেষ হয়না পথ চলা
আজ দেখি চারি দিকে সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে কত লোক
তোমরা পারিনি মুছিতে,তাহার চেতনা।

কে গো তুমি আলোর পথিক! তুমি বুঝি মুজিব সৈনিক
তুমি বোঝ মানুষের দুঃখ বেদোনা, তোমার ব্যথায় আমার ব্যথা মনে
তোমারা চলে মুজিব নায়ে,ডাকে বারেবার
পথ-হারা মনুষের পথের ঠিকনা আছে সেথা
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা মনে,
কত ব্যথা হানে তাজা বুলেটে নিথর দেহ
অভিমান শুধু বাঙলা বাসী দেখে ঘর-ঘরে,
আর ডাকবে কোকিল কুঞ্জবনে
বুক-ভাঙা গোপন ব্যথায়
আজও কাঁদে কত প্রাণ
চিল শকুন আর হায়নারা মিলে
সেদিন নিয়েছিলে,কত জীবন কেড়ে
আজও মনে ভয় হয়,সে দিনের কাহিনী, মুজিব তোমার জন্য ব্যাথা জাগে মনে।

মন্তব্য করুন